Language Exchange Partners Teachers
Learners: Find Teachers  Create Profile FAQ's Login
Teachers & Schools: Find Learners  Create Profile FAQ's Login
Welcome Guest!   Log in   Sign up
Find Teachers    Find Learners    Self-study
Self-study: Lessons  - Quizzes  - Articles  - Create
Welcome Guest!

Home
Online Language Courses
Jobs
Contact Us
Join!

Self-study Lessons > Bengali > Advanced >

বাংলা রূপতত্ত্ব

by Ayan Sarkar


আধুনিক ভাষাবিজ্ঞানে প্রকাশত দিকের উল্লেখযোগ্য শাখা রূপতত্ত্ব । রূপতত্ত্ব হল ভাষায় ব্যবহৃত শব্দের গঠন নির্মাণ কথা । এখানে মূলত ধ্বনি , শব্দ ইত্যাদির গঠন ও তাদের স্বরূপ বিশ্লেষণ করা হয় । শব্দরূপের মধ্যে রূপতত্ত্বের যে বিষয়গুলি আলোচিত হয় সেগুলো মূলত লিঙ্গ , বচন , পুরুষ , সর্বনাম , অব্যয় , অনুসর্গ , বিভক্তি ইত্যাদি । লিঙ্গ সাধারণত বাংলা রূপতত্ত্বে বচন এবং পুরুষের মতো লিঙ্গও একটি পদ । লিঙ্গের সংজ্ঞায় বলা হয় , যে চিহ্ন বা শব্দের দ্বারা কোনও ব্যক্তি বা বস্তু পুরুষ বা নারী অথবা কাব বোঝায় তাকে বলে লিঙ্গ । সংস্কৃতে লিঙ্গ ছিল তিনটি । যথা — পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ ও কাবলিঙ্গ । সংস্কৃতে লিঙ্গ ছিল ব্যাকরণসিদ্ধ । এর ফলে বিশেষ বিশেষ প্রত্যয় ও বিভক্তির দ্বারা নামশব্দে লিঙ্গের পার্থক্য করা হত । সংস্কৃতের মতো বাংলাতেও লিঙ্গ তিন প্রকার । যথা— ক পুংলিঙ্গ খ স্ত্রীলিঙ্গ গ . কাবলিঙ্গ পুংলিঙ্গ : যে চিহ্ন বা শব্দের দ্বারা পুরুষবাচক প্রাণিকে বোঝানো হয় , তাকে পুংলিঙ্গ বলে । উদাহরণ — রাজা বাবা , ভাই ইত্যাদি । স্ত্রীলিঙ্গ : যে চিহ্ন বা শব্দের দ্বারা স্ত্রীবাচক প্রাণিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে । উদাহরণ – কন্যা , মাতা , রানি , বোন প্রভৃতি । কাবলিঙ্গ : যে চিহ্ন বা শব্দের দ্বারা পুরুষবাচক প্রাণি বা স্ত্রীবাচক প্রাণি বোঝায় না , বস্তুবাচক শব্দ বোঝায় , তাকে কাবলিঙ্গ বলে । উদাহরণ - চেয়ার , টেবিল , বেঞ্চ ইত্যাদি । এ ছাড়াও বাংলা রূপতত্ত্বে আরও এক ধরনের লিঙ্গ আছে । যেখানে পুরুষও বোঝায় , আবার নারীও বোঝায় । একে উভলিঙ্গ বলে । উদাহরণ - শিশু , কবি , সন্তান প্রভৃতি ।তবে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎস পর্যন্ত ও তারপরেও দেখা গেছে লিঙ্গ ব্যবহারে প্রকার ভেদ আছে । যেমন — প্রাকৃতে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং কাবলিঙ্গ এই তিন প্রকার লিঙ্গই বর্তমান ছিল । কিন্তু অর্বাচীন অপভ্রংশে দীর্ঘস্বর হ্রস্ব হয়ে যাওয়ায় এবং আ . ‘ ই ’ , ‘ উ ’ - কারান্ত শব্দগুলি ' অ ' কারান্ত শব্দে পরিণত হওয়ায় স্ত্রীলিঙ্গ শব্দগুলি পুংলিঙ্গ বা কাবলিঙ্গ শব্দের থেকে আলাদা না হয়ে একাকার হয়ে গেল । তবে বিশেষণ দিয়ে প্রাকৃত অপভ্রংশে স্ত্রীলিঙ্গ বোঝানো হত । নব্য ভারতীয় আর্যভাষায় সংস্কৃতের মতোই লিঙ্গভেদ ছিল । তবে অনেক ক্ষেত্রে লিঙ্গানুশাসনের বিভেদ শুরু হয় ব্যাকরণসিদ্ধ ভাবে । আধুনিক ভাষাতেও কিন্তু অনেক ক্ষেত্রে পুংলিঙ্গ ও কাবলিঙ্গ এক হয়ে গেছে । মরাঠি বা গুজরাটিতে অবশ্য কাব লিঙ্গ রক্ষিত আছে । কিন্তু মাগধী প্রাকৃত থেকে উদ্ভুত আধুনিক পূর্বী ভাষাগুলিতে কোনও লিঙ্গভেদ করা হয়নি । মরাঠি বা গুজরাটিতে তিনটি লিঙ্গ ( পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ , কাবলিঙ্গ ) বর্তমান । পশ্চিমের ভাষাগুলিতে বিশেষণ , সর্বনাম ইত্যাদি ক্রিয়াপদ লিঙ্গ ভেদে পরিবর্তিত হয় । মাগধী থেকে সৃষ্ট ভাষাগুলিতে অবশ্য এই বৈশিষ্ট্য দেখা যায় না । বাংলা ভাষায় প্রাকৃতিক অবস্থান অনুসারে লিঙ্গভেদ করা হয় । ইংরেজিতেও অনুরূপভাবে লিঙ্গ ভেদ হয় । পুরুষকে পুংলিঙ্গ , স্ত্রীকে স্ত্রীলিঙ্গ ও সংজ্ঞাহীন বা গমনশক্তিহীন বস্তুকে কবি ধরা হয় । বাংলা ব্যাকরণে দেখা যায় বিশেষ্য অনুযায়ী বিশেষণ হয় । যেমন— সুন্দরী মহিলা । সুন্দর ফুল । কিন্তু অনেক সময় বাংলা রূপতত্ত্বে এমন অনেক বিশেষণ ব্যবহার করা হয় , যা পুরুষ বা নারী দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয় । যেমন— লক্ষ্মী ছেলে । লক্ষ্মী মেয়ে । বলা বাহুল্য বাংলা ভাষায় কোনও বাক্য যদি সংস্কৃতানুসারী হয় , তবে বিশেষ্য বা বিশেষণ পুরুষ ও নারীভেদে আলাদা হয় । এবার দেখা যাক পুংলিঙ্গ থেকে কিভাবে স্ত্রীলিঙ্গের রূপান্তর ঘটছে— ক . আলাদা আলাদা শব্দ প্রয়োগ করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায় । উদাহরণ দাদা > দিদি , ঠাকুর - জামাই ঠাকুরঝি মা > বাবা , ছেলে > মেয়ে , ভাই বোন ইত্যাদি । সংস্কৃত বা বিদেশি শব্দেও আলাদা আলাদা বাক্য প্রয়োগ করে পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গ করা হয় । যেমনসংস্কৃত : জনক > জননী নর > নারী কর্তা > বিদেশি শব্দঃ নবাব > বেগম মিস > মিসেস গৃহিণী প্রভৃতি । সাহেব সাহেবা ইত্যাদি । খ . স্ত্রীবাচক শব্দ যোগে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের রূপান্তর করা যায় । যেমন— বাংলা শব্দ : গোসাঁই > মা গোসাঁই জমিদার > জমিদার গিন্নি ঘোষ > ঘোষজায়া ডাক্তার > লেডি ডাক্তার হলো বেড়াল > মেনি বেড়াল প্রভৃতি । বিদেশি শব্দ । মদ্দা > মাদি > মর্শ > মন্দানি ইত্যাদি । গ . প্রত্যয় যোগ করেও পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায় । যেমন— ঈ ' প্রত্যয় যোগে : মামা > মামি খুড়া > ঘুড়ি প্রভৃতি । ‘ ইন ’ / ‘ ইনি ’ প্রত্যয় যোগে নাতি > নাতিন বেয়াই > > মালি > বেয়ান < বেহাইন মালিনী ভিখারি > ভিখারিণী ইত্যাদি । ' আ ' প্রত্যয় যোগে নবীন > নবীনা প্রথম প্রথমা প্রভৃতি । করা হয়েছে । যেমন ঘ . উভলিঙ্গ বাচক একটি মাত্র শব্দ দ্বারাও অনেক ক্ষেত্রে পুংলিঙ্গতে খ্রীলিঙ্গ গোরুতে গাড়ি টানে । Was this lesson helpful?
No Yes!
 1   2   3   4   5 

View all lessons by Ayan Sarkar
Contact Ayan Sarkar for Bengali lessons
Featuring over 91 languages, including...
English, Spanish, French, Italian, German, Japanese, Korean, Chinese (Mandarin), Chinese (Cantonese), Portuguese, Russian, Thai, Swedish, Greek, Arabic (Egyptian), Arabic (Middle Eastern), Arabic (Moroccan), Arabic (other)

Online courses and tutors:
English, Spanish, French, Italian, German, Japanese, Korean, Chinese (Mandarin), Chinese (Cantonese), Portuguese, Russian, Thai, Swedish, Greek, Arabic (Egyptian), Arabic (Middle Eastern), Arabic (Moroccan), Arabic (other)

To view all languages, please click here.

Featuring locations all over the world, including...
London, New York City, Toronto, Buenos Aires, Montreal, Los Angeles, Chicago, Paris, Sydney, Tokyo, Tehran, Kuala Lumpur, Madrid, Melbourne, Houston, Istanbul, Taipei, Boston, Barcelona, San Diego, Atlanta, Bangalore, Seattle, San Francisco, Bangkok, Mumbai, Vancouver, Singapore, Dallas, Philadelphia, Manchester, Miami, Chennai, Karachi, Shanghai, Beijing, Sao Paulo, Cairo, Dubai, Seoul, Washington DC, Brisbane, Manila, Moscow, Hyderabad, Ottawa, Portland, California, Calgary, Lahore, Auckland, Lima, Orlando, Delhi, Jakarta, Perth, Dublin, Zagreb, Columbus, Rome, Denver, Sacramento, Milan, Phoenix, Detroit, Mexico City, Ankara, Pittsburgh, Athens, Birmingham, Minneapolis, Las Vegas, San Jose, Osaka, Quebec City, Berlin, Bucharest, Brooklyn, Edmonton, Glasgow, Pune, New Delhi

To view all locations, please start by choosing your country here.Privacy | Membership Agreement | Help 

Copyright © 2003-2024 mylanguageexchange.com